অবসরে সুবাসিক

রাশিয়া বিশ্বকাপে অন্যতম আলোচিত দল ছিলো ক্রোয়েশিয়া। রানার্সআপ দল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ভেদরান চোরলুকা গত সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। স্ট্রাইকার মারিও মানজুকিচ কিছুদিন আগেই একইভাবে অবসর নিলেন। এবার একই পথ বেছে নিলেন গোলকিপার ড্যানিয়েল সুবাসিক। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি।
সুবাসিকের লেখা একটি চিঠি ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন প্রকাশ করে। সেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় দলে দশ বছর খেলার পর আমার প্রিয় জার্সিকে বিদায় বলার সময় এসেছে। আমি অনেক আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, আমার স্বপ্ন ছিলো দলের হয়ে বিশ্বকাপ খেলে অবসরে যাওয়া।’
এক সাক্ষাৎকারে মোনাকোর এই গোলকিপার আরও লেখেন, ‘রাশিয়ার মুহূর্তগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন কিছু সময়। সবাইকে ধন্যবাদ।’
রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬ পর্বের খেলায় ডেনমার্কের বিপক্ষে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই গোলকিপার। উত্তেজনাকর সেই ম্যাচে তিনটি পেনাল্টি আটকাতে সমর্থ হন তিনি। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ছিলো স্বাগতিক রাশিয়া। এই ম্যাচেও দুইটি গোল অসাধারণভাবে আটকিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুবাসিক। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপে রানার্স-আপ হয় ক্রোয়েশিয়া।