রোনালদোর অভিষেকের দিনে জুভেন্টাসের নাটকীয় জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/19/photo-1534663867.jpg)
সিরি আ লিগের উদ্বোধনী দিনে জুভেন্টাসের শুরুটা হয়েছে দারুণ। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা, জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরার গোলে। তাই মনে হয়েছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক ম্যাচে ইতালিয়ান জায়ান্টরাও সহজেই জয় তুলে নেবে। না, তা হয়নি। জুভেন্টাস অনেকটা নাটকীয়ভাবে ৩-২ গোলে জয় পেয়েছে শিয়েভোর বিপক্ষে।
গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জুভেন্টাস শুরুতেই এগিয়ে যাওয়ায় দলের খেলোয়াড়রাও উজ্জীবিত হয়ে ওঠে। তাই বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে গতবারের চ্যাম্পিয়নরা।
অথচ খেলার ধারার বিপরীতে ৩৮ মিনিটে গোল হজম করে বসে জুভেন্টাস। গত মৌসুমে ১৩তম স্থানে থেকে লিগ শেষ করা শিয়েভোর পক্ষে এই গোলটি করেন মারিউস স্টেফিনস্কি।
৫৬ মিনিটে শিয়েভো এগিয়েও যায়। এমানুয়েল জিয়াচেরিনির পেনাল্টিতে লিড পায় তারা (২-১)।
অবশ্য ৭৫ মিনিটে খেলার সমতায় ফিরে জুভেন্টাস (২-২)। মাত্তিয়া বানির আত্মঘাতী গোলে খেলায় ফিরে তারা।
৮৮ মিনিটে জুভেন্টাস একটি গোল পেলেও তা বাতিল হয়ে যায় রোনালদোর কারণে। মারিও মানজুকিচ গোল করেন, রেফারি গোলের বাঁশি বাজান। অবশ্য শিয়েভো খেলোয়াড়দের আপত্তিতে রেফারিকে ভিএআর প্রযুক্তির সহায়তা নেন। তাতে দেখা যায়, রোনালদো ফাউল করেছেন শিয়েভো গোলরক্ষকে। তাই গোলটি বাতিল করে দেন রেফারি। পর্তুগিজ তারকার অভিষেক ম্যাচে তাই খলনায়ক বনে যান। কারণ, জুভেন্টাসের জয় হাতছাড়া হওয়ার দশা হয়েছিল তখন।
পরে অবশ্য ইনজুরি সময়ে গতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন বদলি খেলোয়াড় বার্নারদেস্কি। তাই নাটকীয়ভাবে জয় পায় জুভেন্টাস।