ট্রেন্টব্রিজ টেস্টে ভারতের আধিপত্য
ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম দুটি টেস্টেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলেও লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ভারত হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে ঘুরে দাঁড়ানোর তৃতীয় ম্যাচে বেশ ভালোই লড়ছে সফরকারীরা। অধিনায়ক বিরাট কোহলির দারুণ ব্যাটিং ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে ট্রেন্টব্রিজ টেস্টে দাপট দেখাচ্ছে ভারত।
প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬১ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নেমেও ইংলিশ বোলারদের নাজেহাল করছেন ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র দুই উইকেট হারিয়েই ভারতের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১২৪ রান। সব মিলিয়ে ভারত এগিয়ে আছে ২৯২ রানের ব্যবধানে। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৩ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পুজারা। ৮ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক বিরাট কোহলি।
ভারতের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পেছনেও প্রধান ভূমিকা ছিল কোহলির। মাত্র তিনটি রানের জন্য শতক পূর্ণ করতে পারেননি ভারতের অধিনায়ক। অবশ্য তাঁর এই ৯৭ রানের ইনিংসটির সুবাদেই স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করতে পেরেছে ভারত। সঙ্গে আজিঙ্কা রাহানেও জ্বলে উঠেছিলেন দারুণভাবে। তিনি খেলেছেন ৮১ রানের ইনিংস। চতুর্থ উইকেটে কোহলি-রাহানের ১৫৯ রানের জুটিটিই অনেকখানি এগিয়ে দিয়েছে ভারতকে।
ভারতের করা ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে উল্লেখ করার মতো প্রতিরোধ গড়তে পারেননি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি এসেছে সাত নম্বরে ব্যাট করতে নামা জস বাটলারের ব্যাট থেকে। ২৯ রান করেছেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া। ৬ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে তিনি নিয়েছেন পাঁচটি উইকেট।
প্রথম ইনিংসে ১৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ভারত। দ্বিতীয় দিনের খেলায় ইংল্যান্ড পেয়েছে দুটি সাফল্য। সাজঘরে পাঠিয়েছে দুই ওপেনার লোকেশ রাহুল (৩৬) ও শিখর ধাওয়ানকে (৪৪)।