টেন্ডুলকার-দ্রাবিড়কে ছাড়িয়ে যাবেন কোহলি?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/24/photo-1535087316.jpg)
২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর শচীন টেন্ডুলকার পুরো মাঠ ঘুরে বেড়িয়েছিলেন সতীর্থদের কাঁধে চড়ে। সে সময় বিরাট কোহলি বলেছিলেন, ‘তিনি গত ২১ বছর ধরে আমাদের দেশের প্রত্যাশার চাপ কাঁধে বয়ে নিয়ে বেড়িয়েছেন। এখন আমাদের সময় তাঁকে কাঁধে নিয়ে বেড়ানোর।’ যোগ্য উত্তরসূরি কোহলি এখন ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন টেন্ডুলকারকেও।
ইংল্যান্ড সফরে গিয়ে অসাধারণ ব্যাটিং করে চলেছেন ভারতের বর্তমান অধিনায়ক কোহলি। প্রায় প্রতি ম্যাচেই রানের বন্যা ছোটাচ্ছেন এ সময়ের সেরা ব্যাটসম্যান। ভারতের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের দুটি কীর্তি ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছিও চলে এসেছেন কোহলি।
ইংল্যান্ড সফরের তিনটি ম্যাচ শেষে কোহলির সংগ্রহ দাঁড়িয়েছে ৪৪০ রান, যার মধ্যে আছে দুটি শতরানের ইনিংস। একটিতে মাত্র ৩ রানের জন্য পাননি শতকের দেখা। ধারাবাহিকভাবে ভালো নৈপুণ্য দেখানোর পুরস্কার হিসেবে এরই মধ্যে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বসেই গেছেন ভারতের অধিনায়ক। এখন ইংল্যান্ড সফরে গিয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও নিজের করে নিতে পারেন তিনি।
ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ড সফরের এক সিরিজে সবচেয়ে বেশি, ৬০২ রান করার রেকর্ডটি আছে রাহুল দ্রাবিড়ের দখলে। সিরিজের বাকি দুই টেস্টে ১৬৩ রান করতে পারলেই দ্রাবিড়কে ছাড়িয়ে যেতে পারবেন কোহলি। আর তিনি যে রকম ফর্মে আছেন, তাতে ব্যাপারটা মোটেও কঠিন কিছু বলে মনে হচ্ছে না।
আরো একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি। আর মাত্র ৬ রান করতে পারলেই তিনি পূর্ণ করবেন ৬০০০ টেস্ট রান। এই মাইলফলকে পৌঁছাতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ১২০ ইনিংস। আর কোহলি যদি পরবর্তী টেস্টের প্রথম ইনিংসেই ছয়টি রান করে ফেলতে পারেন, তাহলে তিনি এই মাইলফলকে পৌঁছাবেন ১১৯ ইনিংস খেলে। ছাড়িয়ে যাবেন টেন্ডুলকারকে।