চ্যালেঞ্জ নিতে চান মিরাজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/08/28/photo-1535455160.jpg)
জাতীয় দলের জার্সিতে ওয়ানডেতে নিয়মিত হয়ে ওঠার চ্যালেঞ্জটা নিতে চান মেহেদী হাসান মিরাজ। সামনের এশিয়া কাপে যদি সুযোগ পান, তবে ক্যারিবীয় সফরের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান তিনি। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনের দ্বিতীয় দিন এসব কথা বলেন ডানহাতি এই অলরাউন্ডার।
আজ মঙ্গলবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যস্ত সময় পার করলেন ক্রিকেটাররা।
ব্যস্ততার শেষ নেই। প্রথম দিকে মনে হবে যে যার কাজে ব্যস্ত। কেউ ব্যাটিং অনুশীলনে। দল বেঁধে ক্যাচিং অনুশীলন করেছেন। একদল তখন ছুটছেন জিমের দিকে। অনুশীলনের দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য ঘটনার একটি হলো, ক্যারিবীয় সফরে হাতের মারাত্মক ইনজুরিতে পরা স্পিনার নাজমুল অপুর বোলিং করা। সাধারণ অ্যাকশনে এই বোলিং অনেকটাই নির্ভার করতে পারে টিম ম্যানেজমেন্টকে। যেভাবে আঙুলের অস্ত্রোপচার সাকিব করাবেন এশিয়া কাপের পর, এটাও বড় সুসংবাদ দেশের ক্রিকেটের জন্য। আবুধাবি ও দুবাই্য়ের উইকেট অনুযায়ী স্পিনারদের ভালো করার কথা। সাকিবদের সঙ্গে সঙ্গে মিরাজের মত তরুণের ঘূর্ণির দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ।
মিরাজ বলেন, ‘এশিয়ার কন্ডিশনে খেলা। এখানে সবাই অভিজ্ঞ। সবাই অনেক ভালো খেলেছে এ কন্ডিশনে। আশা করি আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে ভালো হবে ইনশা আল্লাহ।’
মিরাজের অবস্থানটা শুরুর দিকে টেস্টে যত উজ্জ্বল, ততটা সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ছিল না। লাইন লেংথে নিয়ন্ত্রণ গত কয়েকটা সিরিজে দেখাতে শুরু করায় এখন বদলেছে পরিস্থিতি।
মিরাজ বলেন, ‘যেহেতু এশিয়া কাপটা দুবাইতে। যদি সুযোগ পাই শতভাগ দেওয়ার চেষ্টা করব। অনুর্ধ্ব ১৯ খেলেছি সেখানে। উইকেট সম্পর্কে একটু হলেও ধারণা আছে। ভালো করার চেষ্টা করব।’
আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা হতে পারে জাতীয় দল। মাশরাফির স্পিন আক্রমণের অন্যতম বড় ভরসা হিসেবে নিজেকে প্রমাণের দায়টা তারপরই শুরু হবে মেহেদী মিরাজের।