চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের
সাফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অধিনায়ক জামাল ভূঁইয়ার। তিনি বলেছেন, ‘আমি মনে করি আপনারা বাংলাদেশের সেরাটাই দেখবেন। ইনশা আল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো।’
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি উম্মোচন অনুষ্ঠান শেষে এমনটাই জানিয়েছেন জামাল। আজ রোববার তেজগাঁওয়ে উত্তরা মোটর্সের কার্যালয়ে জমকালো অনুষ্ঠানে উন্মোচিত করা হয় সাত জাতির টুর্নামেন্টের এই ট্রফি।
অনুষ্ঠানে জামাল ভূঁইয়া বলেন, ‘এশিয়ান গেমসে ভালো খেলেছি। দলের খেলোয়াড়দের ফিটনেস এখন ভালো। আমি জানি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের ফলাফলে আপনারা হতাশ। কিন্তু তা ভুলে যান।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের কোচ ও অধিনায়ক। তৃতীয় বারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে সাফের এই আয়োজন। ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আয়োজন। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে।