মেসির নতুন রেকর্ড
লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে হুয়েসকাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির এই বিশাল জয়ের দিনে লিওনেল মেসি ছিলেন দারুণ উজ্জ্বল, করেছেন জোড়া গোল। দলের এই দারুণ সাফল্যের দিনে আর্জেন্টাইন তারকা করেছেন নতুন একটি রেকর্ড, প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় ১৫০টি অ্যাসিস্ট করেছেন।
নিজেদের মাঠে এদিন অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৩ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে সবাইকে অবাক করে দিয়েছিল লিগে হুয়েসকা। ১৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান লিওনেল মেসি। ২৪ মিনিটে বার্সা ২-১ ব্যবধানে এগিয়ে যায় আত্মঘাতী গোলের সুবাদে। আর প্রথমার্ধেই বার্সাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরো একটি গোল শোধ করে হুয়েসকা।
৩-২ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরো মরিয়া হয়ে ওঠে বার্সা। ৪৮ মিনিটে বার্সেলোনাকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। ৫২ মিনিটে বার্সা পেয়ে যায় পঞ্চম গোলটি। এবার স্কোরশিটে নাম তোলেন ইভান রাকিতিচ। ৬১ মিনিটে ম্যাচের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৮১ মিনিটে বার্সার সপ্তম গোলটি আসে জরডি আলবার সৌজন্যে। আর ম্যাচের একেবারে শেষ পর্যায়ে, ৯৩ মিনিটে অষ্টম গোলটি করেন সুয়ারেজ।
দুর্দান্ত এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ভালোমতোই নিজেদের দখলে নিয়েছে বার্সা। তিন ম্যাচের তিনটিতেই জয় দিয়ে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।