এবার পাকিস্তান-বধের পরিকল্পনা বাংলাদেশের
ভুটানের বিপক্ষে দারুণ জয়ে সাফ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। নিয়েছে মধুর প্রতিশোধও। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে তাই দারুণ আত্মবিশ্বাসী লাল-সবুজের দল। আজ বৃহস্পতিবার শক্তিশালী পাকিস্তানের মোকাবিলায় নামছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
অবশ্য আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানও জয় পেয়েছে। নেপালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। আর বাংলাদেশ সূচনা ম্যাচে ভুটানকে হারিয়েছিল ২-০ গোলে।
তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ পাকিস্তানকেও হারাতে চায়। ভুটান জয়ের অন্যতম নায়ক তপু বর্মণ শুনিয়েছেন আশাবাদের কথা, ‘প্রথম ম্যাচে জয়ে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। পাকিস্তানের বিপক্ষেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই, দলবদ্ধভাবে খেলতে চাই। আমার বিশ্বাস, পাকিস্তানের বিপক্ষেও জয় নিয়ে পাব আমরা।’
এশিয়ান গেমসের সাফল্যে দলের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার, ‘এশিয়ান গেমসে কাতারের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আমাদের দল। এটি খেলোয়াড়দের মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে। দলের খেলোয়াড়রা অনেক বেশি উজ্জীবিত।’
অবশ্য পাকিস্তান দলকেও শক্ত প্রতিপক্ষ মানছে বাংলাদেশ। এ ব্যাপারে তপু বর্মণ বলেন, ‘হ্যাঁ, ওদের চার-পাঁচজন খেলোয়াড় ইউরোপে খেলে থাকে। নেপালের বিপক্ষে ম্যাচে আমরা সেটা দেখেছিও। অবশ্য তাদের মোকাবিলায় আমরা প্রস্তুত।’
এদিন আরেক ম্যাচে লড়বে নেপাল ও ভুটান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আগামী শনিবার ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি নেপালের। সেদিন আরেক ম্যাচে লড়বে ভুটান-পাকিস্তান।