নেইমার-কাকাকে ছাড়াই ব্রাজিল দল
দীর্ঘদিন পর দলে ফিরেছিলেন কাকা। আট মাস পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে দেখা গিয়েছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। তবে এ মাসের শুরুতে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে দলে সুযোগ পেলেও কোচ দুঙ্গার মন জয় করতে পারেননি। তাই বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা হয়নি কাকার। নিষেধাজ্ঞার কারণে অক্টোবরের ম্যাচ দুটিতে নেইমারকেও দর্শক হয়ে থাকতে হবে।
কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাই পর্বের প্রস্তুতি ভালোভাবেই নিয়েছে ব্রাজিল। ৮ অক্টোবর চিলি এবং পাঁচ দিন পর ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দুঙ্গা।
কোপা আমেরিকায় অখেলোয়াড়সুলভ আচরণের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া নেইমার খেলতে পারবেন না চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে। সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার কাকার বাদ পড়ার কারণ অনুজ্জ্বল পারফরম্যান্স।
ব্রাজিল দল
গোলরক্ষক : জেফারসন, মার্সেলো গ্রোহি, আলিসন।
ডিফেন্ডার : দাভিদ লুইজ, মিরান্দা, মার্কিনহস, জিউ, ফাবিনিয়ো, রাফিনিয়া, ফিলিপে লুইস, মার্সেলো।
মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, ফার্নান্দিনিয়ো, এলিয়াস, রেনাতো আগুস্তো, লুকাস লিমা, ফিলিপ্পে কতিনিয়ো, অস্কার, উইলিয়ান, দগলাস কস্তা।
ফরোয়ার্ড : হাল্ক, রবের্তো ফিরমিনো, লুকাস।