রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জয়
রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে গেলেই কী যেন হয় বার্সেলোনার। দীর্ঘদিন তো তারা কোনো ম্যাচই জিততে পারেনি সেখানে গিয়ে। এ বছরের জানুয়ারিতে সেই সোসিয়েদাদ জুজু কাটিয়েছিল কাতালানরা। লা লিগার এবারের মৌসুমেও আবার সেই সোসিয়েদাদ বাধায় আটকে যেতে বসেছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য ভাগ্যগুণে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে লিওনেল মেসির দল।
১২ মিনিটের মাথায় গোল হজম করেছিল বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের পক্ষে গোল করেছিলেন আরিৎজ ইলুসোন্দো। প্রথমার্ধও ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই শেষ করেছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে অবশ্য কাতালানরা ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ৬৩ মিনিটে গোল শোধ করে খেলায় সমতা ফেরান লুইস সুয়ারেজ। আর ৬৬ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ডেম্বেলে। শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর বার্সেলোনার অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ বলেছেন, ‘এই ম্যাচটা থেকেই বুঝতে পারা যায় যে লা লিগা কতটা কঠিন। গত বছরও আমরা পিছিয়ে পড়ে তারপর জয়ের দেখা পেয়েছি। আর তার আগে আট বা নয় বছর আমরা এখানে কোনো জয়ই পাইনি। ফলে এই জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলবে।’
লা লিগায় প্রথম চার ম্যাচ শেষে একমাত্র বার্সেলোনাই জয় পেয়েছে চারটি ম্যাচে। ফলে সব মিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে তারাই আছে পয়েন্ট তালিকার শীর্ষে। লা লিগার অপর ম্যাচে ড্র করে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। ফলে চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে রিয়ালকে।