একই সঙ্গে হোঁচট খেল দুই মাদ্রিদ
মাদ্রিদ শহরের দুই দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। দুই দলই লা লিগার অন্যতম শিরোপাপ্রত্যাশী। রিয়াল মাদ্রিদ তো বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই চালায় শিরোপা জয়ের জন্য। গত কয়েক মৌসুমে রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালাচ্ছে আতলেতিকো মাদ্রিদও। তবে লা লিগার সর্বশেষ ম্যাচে দুই দলই হোঁচট খেয়েছে। রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। আর আতলেতিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে এইবারের বিপক্ষে।
অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলতে গিয়ে শুরুতেই হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। ৩২ মিনিটের মাথায় গোল করে বিলবাওকে এগিয়ে দিয়েছিলেন ইকার মুনাইন। প্রথমার্ধেও এই ১-০ গোলের ব্যবধানেই পিছিয়ে ছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় এই গোল শোধ করেন ইসকো। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই।
অন্যদিকে এইবারের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ম্যাচে প্রায় পুরো সময়ই ছিল গোলশূন্য সমতা। উত্তাপ ছড়িয়েছিল একেবারে শেষ মুহূর্তে। ৮৭ মিনিটে আতলেতিকোর জালে বল জড়িয়ে দিয়েছিলেন সার্গেই এনরিচ। আতলেতিকোর হারটাই এ সময় অবধারিত ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে নাটকীয়ভাবে গোল করে খেলায় সমতা ফেরান বোর্জা গ্রাসেস।
রিয়াল-আতলেতিকোর ড্রয়ের দিনে জয় পেয়েছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের মাঠে গিয়ে বার্সেলোনা জিতেছে ২-১ গোলে। ফলে চার ম্যাচের চারটিতেই জয় দিয়ে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। আর চার ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।