হ্যাটট্রিক দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু মেসির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/19/photo-1537328197.jpg)
ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের শুরুটা দারুণভাবেই করলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচেই করলেন হ্যাটট্রিক। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে বার্সেলোনাও করেছে শুভসূচনা। নেদারল্যান্ডসের ক্লাব এইনহোভেনের বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের বড় জয়।
নিজেদের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। ৩১ মিনিটের মাথায় তারা পেয়েও যায় প্রথম গোলের দেখা। এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম গোলটি করেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধে সাফল্য বলতে এই একটাই। আর কোনো গোলের দেখা পায়নি বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও বার্সা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ৭৩ মিনিট পর্যন্ত। এরপর এইনহোভেনের রক্ষণভাগের ওপর যেন টর্নেডো চালিয়ে দেন মেসি-ডেম্বেলেরা। ৭৪ থেকে ৭৭—এই চার মিনিটের মধ্যে বার্সেলোনা করে দুটি গোল। ৭৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান উসমান ডেম্বেলে। আর ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোলটি করেন মেসি। ৮৭ মিনিটে মেসি পূর্ণ করেন হ্যাটট্রিক। আর শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচ শেষে মেসির ভূয়সী প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভেলভার্দে। তিনি বলেছেন, ‘মেসি অসাধারণ সব নৈপুণ্য দেখায়। আর সেগুলোকে যেন সে অভ্যাসে পরিণত করেছে। আমাদের সব সময় মনে রাখতে হয় যে এটা একটা অভিনব যুগ। মেসি যখন খেলা বন্ধ করে দেবে, তখন তার মতো আরেকজন খুঁজে পাওয়া খুব কঠিন হবে।’
‘বি’ গ্রুপ থেকে বার্সেলোনার অপর দুই প্রতিপক্ষ ইতালির ইন্টার মিলান ও ইংল্যান্ডের টটেনহাম। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।