ব্রেট লির আক্ষেপজাগানো বিদায়
প্রতিযোগিতামূলক ক্রিকেটে জীবনের শেষ ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। তাঁর দল সিডনি সিক্সার্সের সামনেও ছিল বিগ ব্যাশ লিগের শিরোপার হাতছানি। কিন্তু একরাশ হতাশা আর আক্ষেপ নিয়ে বিদায় নিতে হলো ফাস্ট বোলার ব্রেট লিকে।
গত বুধবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সিডনি সিক্সার্স আর পার্থ স্কর্চার্সের লড়াইয়ের শেষটা ছিল চরম নাটকীয়।
ক্যানবেরার মানুকা ওভালে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্কর্চার্সের শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান। ব্রেট লির প্রথম তিন বলেই সাত রান হয়ে যাওয়ায় মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে পার্থের দলটি। কিন্তু তারপরই নাটকীয়তা।
চতুর্থ ও পঞ্চম বলে নাথান কোল্টার-নাইল ও স্যাম হোয়াইটম্যানকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে পড়েন লি। শেষ বলে উইকেট পেলে হ্যাটট্রিক পেতেন, খেলাও গড়াত সুপার ওভারে। কিন্তু ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার অনেক জয়ের নায়ক।
শেষ বল ব্যাটে ছুঁইয়েই একটি রান নিয়ে নেন ইয়াসির আরাফাত। সিক্সার্সের অধিনায়ক মোইজেস হেনরিক্স আরাফাতকে রান আউট করার সুযোগ নষ্ট করলে টানা দ্বিতীয় শিরোপাজয়ের আনন্দে মেতে ওঠে পার্থ স্কর্চার্স।
হারের দুঃখ নিয়ে বিদায় নিলেও ফাইনালে সিডনি সিক্সার্সের সেরা বোলার ছিলেন ব্রেট লি। মাইকেল ক্লিঙ্গারকে আউট করে স্কর্চার্সের ৭০ রানের উদ্বোধনী জুটিও ভেঙে দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর দুর্দান্ত বোলিং (৩/২৫) কোনো কাজেই আসলো না।