এবার গেইলদের দায়িত্ব ছাড়লেন স্টুয়ার্ট ল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/25/photo-1537873491.jpg)
ওয়েস্ট ইন্ডিজের সফল কোচ স্টুয়ার্ট ল দুই বছরেরও কম সময় কাজ করে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। অক্টোবরে ভারত ও নভেম্বরে বাংলাদেশের বিপক্ষের সিরিজ দিয়ে ল’র দায়িত্ব শেষ হবে। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে মিডলসেক্সের দায়িত্ব নেবেন।
ল থাকাকালীন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট র্যাংকিংয়ে উন্নতির পাশাপাশি ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে গেইলরা। বোর্ডের সঙ্গে মতানৈক্য হওয়ায় দলের বাইরে থাকা তারকা, যেমন—গেইল, পোলার্ডদের দলে আবারও ফেরত এনেছেন ল। এক সংবাদ সম্মেলনে ল বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কোচিং ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। আমি এরপর মিডলসেক্সের দায়িত্ব নেব, যা আমার পরিবার ও ক্রিকেট পরিবারের সঙ্গে আমাকে থাকতে সাহায্য করবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি এবং আমি মনে করি, আমরা গত দুই বছরে অনেক এগিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় এবং স্টাফদের জন্য আমার শুভকামনা থাকবে।’
ফিল সিমন্সকে অনিয়মের অভিযোগে ২০১৬ সালের সেপ্টেম্বরে ছাঁটাই করার পর দায়িত্বে আসেন ল। তাঁর আমলে ১৫ টেস্টের ছটিতেই জিতেছে ইন্ডিজরা। এমনকি টি-টোয়েন্টিতেও বিস্ময়কর সাফল্য এসেছে। ১৯ ম্যাচের আটটিতে জিতেছে তাঁর শিষ্যরা। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ পড়া ওয়েস্ট ইন্ডিজকে ২০১৯ সালে বিশ্বকাপ খেলার উপযুক্ত করেছেন ল।
সাবেক এই অস্ট্রেলিয়ান ল্যাঙ্কশায়ার, অ্যাসেক্স ও ডার্বিশায়ারে কাজ করেছেন অনেকদিন ধরে। তিনি ওয়েস্ট ইন্ডিজের আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া নিজের দেশের হাই পারফরম্যান্স দল ও কুইন্সল্যান্ড অ্যান্ড ব্রিসবেন হিটের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।