টোকিও অলিম্পিকেও শরণার্থী দল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/10/photo-1539164840.jpg)
আগামী ২০২০ টোকিও অলিম্পিকেও শরণার্থী দল অংশ নেবে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০ সদস্যের একটি শরণার্থী দল অংশ নিয়েছিল। সম্প্রতি বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত আইওসির ১৩৩তম সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক কমিটিগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্বে থাকা ডেপুটি জেনালের ডিরেক্টর পেরে মিরো জানিয়েছেন, বতর্মানে শরণার্থী শিবিরগুলোতে থাকা ৫১ জন অ্যাথলেটকে চিহ্নিত করেছে আইওসি। ওই ৫১ জনের মধ্য থেকেই ১০ জন রিওতে অংশ নিয়েছিল।
রিও অলিম্পিকের ৮০০ মিটার হিটে ব্যর্থ হওয়া দক্ষিণ সুদানের মিডল-ডিসটেন্স রানার ইয়েচ পুর বিয়েলের এবারও সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এ সম্পর্কে বিয়েল বলেছেন, ‘টোকিওতে সুযোগ পেলে রিওর থেকে ভালো কিছু করার আশা আমরা সবাই করছি। এবার আমার শুধু অংশগ্রহণের জন্যই যাব না, স্বর্ণপদক কিংবা ফাইনালে খেলার লক্ষ্য থাকবে। বিশ্বের শীর্ষ সারির অ্যাথলেটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জটা অনেক বড়। কিন্তু আমরা টোকিওতে কিছু করে দেখানোর আশা করছি।’
সিরিয়া থেকে পালিয়ে যাওয়া দুই সাঁতারু, কঙ্গোর দুই জুডোকা, ইথিওপিয়ার ম্যারাথন রানার ও দক্ষিণ সুদানের চারজন মিডল-ডিসটেন্স রানারের সঙ্গে একজন ৪০০ মিটার রানার রিওতে শরণার্থী দলের হয়ে অংশ নিয়েছিলেন। টোকিওতে অংশগ্রহণের জন্য ৫১ জন অ্যাথলেটকে অলিম্পিক সলিডারিটি প্রোগ্রামের আওতায় সহযোগিতা করা হবে। কারাতে ও তায়কোয়ানডোসহ সাতটি ভিন্ন ইভেন্টে তাদের অংশগ্রহণের কথা রয়েছে।