৫০০ গোলের অপেক্ষায় রোনালদো
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/23/photo-1443006911.jpg)
ছয় বছর আগে যোগ দিয়ে এরই মধ্যে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের পক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও সব প্রতিযোগিতা মিলিয়ে এখনো রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেজ। তবে রিয়াল-কিংবদন্তির চেয়ে খুব বেশি পিছিয়ে নেই রোনালদো। রাউলের ৩২৩টি গোলের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন পর্তুগিজ তারকা। ইতিহাস গড়ার হাতছানি নিয়ে বুধবার রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবেন ফিফা ব্যালন ডি’অর বিজয়ী।
হ্যাটট্রিক হলে তো কথাই নেই, একটি গোল করলেই দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলবেন রোনালদো। বিলবাওয়ের জালে একবার বল পাঠাতে পারলেই পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোল হয়ে যাবে রিয়াল মাদ্রিদ তারকার। ২০০২ সালে ক্যারিয়ার শুরুর পর ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ৪৯৯টি।
গত ১২ সেপ্টেম্বর লা লিগায় রোনালদোর পাঁচ গোলে এসপানিওলকে ৬-০তে উড়িয়ে দিয়েছিল রিয়াল। চারদিন পর আবার তাঁর চমক। সেদিন চ্যাম্পিয়নস লিগে রোনালদোর হ্যাটট্রিকে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। ওই দুই ম্যাচে আট গোল করে রাউলের অনেক কাছাকাছি চলে যান তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে গত শনিবার গ্রেনাদার বিপক্ষে রিয়ালের সর্বশেষ ম্যাচে গোলবঞ্চিত থাকায় মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে রোনালদোকে।
ইতিহাস গড়ার হাতছানি রিয়াল মাদ্রিদের কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের সামনেও। এবারের মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও একটিও গোল হজম করতে হয়নি নাভাসকে। আর মাত্র ১০ মিনিট রিয়ালের জাল অক্ষত রাখতে পারলে তিনি ভেঙে দেবেন ইকার ক্যাসিয়াসের রেকর্ড। মৌসুমের শুরুতে রিয়ালের গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড আপাতত ক্যাসিয়াসের দখলে।
ব্যক্তিগত এসব অর্জনের সম্ভাবনা তো আছেই। তবে বুধবার রাতে ভীষণ সতর্ক থাকতে হবে রিয়ালকে। বিলবাও এবারের স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনাকে হারিয়ে। গত মৌসুমেও রিয়ালকে হারের তেতো স্বাদ দিয়েছিল তারা। তা ছাড়া চোটের কারণে এই ম্যাচে রিয়াল পাচ্ছে না গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজের মতো দুই তারকাকে। সার্জিও রামোসও মাঠে নামতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। কাঁধের সমস্যায় ভুগছেন রিয়ালের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার।
বুধবার রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেও নামতে হবে কঠিন পরীক্ষায়। মেসি-নেইমারদের প্রতিপক্ষ ছন্দে থাকা সেল্তা ভিগো। সেল্তা এবারের মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত। তবে বার্সার জন্য সুখবর, চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজও মাঠে নামবেন এক ম্যাচ বিশ্রামের পর।
মঙ্গলবার গেতাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে আতলেতিকো মাদ্রিদ। পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। বুধবার অবশ্য শীর্ষস্থান হারাতে পারে আতলেতিকো। চার ম্যাচ খেলে বার্সেলোনারও ১২ পয়েন্ট। রিয়াল, ভিলারিয়াল ও সেল্তা ভিগোর সংগ্রহ ১০ পয়েন্ট করে। তবে গোল গড় যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রেখেছে এই তিন দলকে।