সাব্বিরের এক রানের আক্ষেপ
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার সাব্বির রহমান। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই নারী কেলেঙ্কারি, দর্শকদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সতীর্থদের সঙ্গে বাজে আচরণের জন্য পেয়েছেন ব্যাড বয়ের খেতাব। কিছুদিন আগেই বিসিবি থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। অবশ্য নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে। আজ বুধবার রাজশাহীর হয়ে ৯৯ রান করে আউট হন তিনি। মাত্র এক রানের জন্য তিন অঙ্কের রানের দেখা পেলেন না এই মিডল অর্ডার মারকুটে ব্যাটসম্যান।
খুলনা বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠে নেমেছে রাজশাহী বিভাগ। এনামুল হক, সৌম্য সরকার ও তুষার ইমরানের অর্ধশতকের সুবাদে ৩০৯ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ফরহাদ হোসেনের অর্ধশতক এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ সাব্বিরের ৯৯ রানে ভর করে নিজেদের সংগ্রহ বাড়িয়েছে রাজশাহী। সাত উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে রাজশাহী। আজকের দিনে আরো ২৬ ওভারের খেলা বাকি রয়েছে।
সিলেট বিভাগ এবং ঢাকা মেট্রোপলিসের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের দ্বিতীয় ইনিংসে সিলেট ১২ রান লিড নিয়ে ব্যাটিং ইনিংস শুরু করেছে। অবশ্য খুব বেশি রান সংগ্রহ করতে পারেনি সিলেট। উইকেট নিয়ে রান নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ঢাকার বোলাররা। ১৯ ওভার খেলা বাকি থাকতে আট উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ মাত্র ১৭০ রান।
চট্টগ্রাম ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচে টানটান উত্তেজনা বিরাজমান। দ্বিতীয় ইনিংসে ৫০ রান লিড নিয়ে শুরু করা ঢাকা বিভাগের ইনিংস মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়। ২০২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে চট্টগ্রাম। তবে দিনের ১৭ ওভার খেলা বাকি থাকতেই মাত্র ৩৮ রানে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে চট্টগ্রাম। অবশ্য প্রথম উইনিংসে চট্টগ্রামের হয়ে নাইম হাসান একাই নিয়েছিলেন আট উইকেট।
রংপুর ও বরিশালের জাতীয় ক্রিকেট লিগ ম্যাচে ২৩০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বরিশাল। তবে থিতু হতে পারছেন না কোনো ব্যাটসম্যানই। দিনের আরো ১৬ ওভার হাতে থাকলেও ৩২ রান নিয়ে তিন উইকেট হারিয়েছে বরিশাল।