রঙ্কি-জাদরানদের সঙ্গে চিটাগং ভাইকিংসে মুশফিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট শুরু হয়েছে আজ। তবে প্রথমেই দলগুলোর কাছে সুযোগ ছিল খেলোয়াড়দের সরাসরি চুক্তিবদ্ধ করার। সেই সুবাদে বাংলাদেশের উইকেটরক্ষক এবং মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকুর রহিমকে দলে নিয়েছে চিটাগাং ভাইকিংস। গত আসরে তিনি রাজশাহী কিংসের হয়ে মাঠে নেমেছিলেন।
এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে চিটাগাং ভাইকিংস তাঁকে দলে নিয়েছে। শুরুর আসরগুলোয় বরিশাল বুলসের হয়ে মাঠে নামলেও পঞ্চম আসরে নিজ বিভাগের দল রাজশাহীতে যোগদান করেন তিনি। তবে এবারের আসরে তাঁকে ছেড়ে দেয় দলটি। অবশ্য গত আসরে ব্যাট হাতে কিংসের হয়ে খুব একটা জ্বলে উঠতে পারেননি মুশফিক।
চিটাগাং ভাইকিংস বেশ শক্তিশালী দল গঠন করেছে। দলে সিকান্দার রাজা, লুক রঙ্কি, নাজিবুল্লাহ জাদরান ও সানজামুল ইসলামের মতো খেলোয়াড়দের তারা রেখে দিয়েছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সরাসরি চুক্তিবদ্ধ করেছে মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রিলিঙ্ক।
আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিট থেকে হোটেল র্যাডিসনে প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে।