তারকাবহুল রংপুরকে উড়িয়ে কোয়ালিফায়ারে খুলনা
আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ভিন্সদের মতো তারকাদের ভিড়িয়ে এলিমিনেটরে বেশ চমক দিয়েছিল রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে বাঁচা-মরার সেই ম্যাচে নিষ্প্রভ এসব তারকারা। যার খেসারতটা বেশ ভালোভাবেই দিতে হয়েছে। ফাইনালে চোখ রাখা রংপুর বিদায় নিল টুর্নামেন্ট থেকে। চলতি আসরে এটি তাদের টানা পঞ্চম হার।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রান তোলে রংপুর। জবাবে ১০.১ ওভারেই জয় নিশ্চিত করে খুলনা। ৯ উইকেটের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত হলো মিরাজদের। নাঈম ৪৮ ও রস ২৯ রান করেন।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে কোনো ভুল করেনি রংপুর। প্রথম ওভারে অধিনায়ক মেহেদি মিরাজ বিদায় নিলেও নাঈম শেখ ও অ্যালেক্স রসের ব্যাটে শুরুর চাপ সামলে এগিয়ে যায় তারা। পরবর্তীতে আর কোনো উইকেট হারায়নি তারা। এই দুই ব্যাটার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে, কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ভয়াবহ শুরু করে রংপুর। ইনিংসের দ্বিতীয় বলেই ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন সৌম্য। রানের খাতাই খুলতে পারেননি তিনি। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার ভিন্স। আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। নাসুমের দারুণ ক্যাচে সাজঘরের পথ ধরেন।
শুরুর চাপ সামাল দিতে পারেননি পরের ব্যাটাররাও। দলীয় ৭ রানের মাথায় মেহেদী হাসান ও ১৩ রানের মাথায় ফেরেন সাইফ হাসান। সবমিলিয়ে দলীয় ১৩ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। পাওয়ার প্লের আগে বিদায় নেন জীবন পেয়েও ইনিংস বড় করতে না পারা মোহাম্মদ সাইফউদ্দিন। ৮ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে।
আরেক বিদেশি টিম ডেভিড করেন ৯ বলে ৭ রান। ৩২ রানে ৬ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। লেজের সারির ব্যাটাররা চেষ্টা করেও দলের রানের চাকা সচল করতে পারেননি। আন্দ্রে রাসেল করেন ৯ বলে ৪ রান।