পগবাদের গোলে স্বস্তিতে মরিনহো
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/29/photo-1540806013.jpg)
বার্সার কাছে হেরে যখন রিয়াল কোচ জুলেন লুপেতেগুইয়ের চাকরি যায়যায় অবস্থা, তখন কোনোমতে এভারটনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে জোসে মরিনহোর শিষ্যরা। নিজেদের মাঠে এভারটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে কিছুটা স্বস্তি পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুটা স্বস্তিতে হয়তো থাকবেন স্বয়ং মরিনহোও।
লিগের গত ম্যাচের আগের ম্যাচে চেলসির সঙ্গে ড্র করে ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগে রোনালদোর জুভেন্টাসের কাছে ১-০ গোলে হেরে আরো কিছু পয়েন্ট হারিয়েছিল পগবারা। তবে পল পগবা ও অ্যান্টনি মার্শালের গোলে এভারটনের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তি পেয়েছে তারা।
প্রথমার্ধের মাঝামাঝি সময়েই ইউনাইটেডকে এগিয়ে নেন ফরাসি তারকা পগবা। ২৭ মিনিটে পগবার কিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন এভারটন গোলরক্ষক পিকফোর্ড। তবে ফিরতি শটে বল জালে জড়ান পগবা। এতে কিছুটা দলীয় মনোবল বৃদ্ধি পায় রেড ডেভিলদের। তবে রক্ষণভাগের নৈপুণ্যে প্রথমার্ধে আর কোনো গোল হজম করেনি এভারটন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্শালের গোল। ৪৯ মিনিটে পগবার পাস থেকে বল পেয়ে সোজা গোলের উদ্দেশ্যে বাড়িয়ে দেন তিনি। গোলরক্ষককে বোকা বানিয়ে বল খুঁজে নিয়েছিল গোলের ঠিকানা। ফলে দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোল ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেডরা।
অবশ্য ৭৭ মিনিটে একটি সুযোগ আসে এভারটনের হাতে। পেনাল্টিতে সেই সুযোগে গোল করে গিলফি সিগুর্ডসন ব্যবধান কমিয়ে ২-১ গোলে আনেন। অবশ্য তেমন সুযোগ এভারটন পরে তৈরি করতে পারেনি। আর কোনো গোল না হওয়ায় ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে জোসে মরিনহোর দল।
এই জয়ে পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি হয়েছে রেড ডেভিলদের। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম দল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষের দলটি লিভারপুল।