হারের মাঝেও যা কিছু প্রাপ্তি বাংলাদেশের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/06/photo-1541504948.jpg)
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ড্যাশিং বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ছাড়াই এমন জয়ে খুশি হয়েছিলেন ভক্তরা। তবে এবার টেস্ট সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ। বোলারদের সাফল্যের চেয়ে বেশি নজর কেড়েছে ব্যাটিং ব্যর্থতা। তবুও এই টেস্টে কিছু প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। এক নজরে দেখা যাক প্রাপ্তিগুলো :
তাইজুলের ১১ উইকেট
ওয়ানডে দলে খুব একটা না দেখা গেলেও টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। এই বাঁহাতি লেগ স্পিনার যখনই সুযোগ পেয়েছেন, দলকে এনে দিয়েছেন উইকেট। স্পিন পিচে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল ইসলাম অপুকে নিয়ে চমৎকার এক ত্রয়ী বানিয়ে শিকার করেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। প্রতিপক্ষের ২০ উইকেটের মধ্যে স্পিনারদের শিকার ১৯ উইকেট, যার মধ্যে ১১টিই তাইজুলের। এই টেস্টের ১১ উইকেটের ফলে মোট উইকেটসংখ্যায় ছাড়িয়ে গেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। এখন বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী তিনি।
ব্যাটহাতে আরিফুলের উজ্জ্বলতা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য এই টেস্টটি স্মরণীয়, অভিষেক টেস্ট হিসেবে। দেশের বাইরে ১৭ বছর পর টেস্ট জয়ে সবচেয়ে আনন্দে থাকবে জিম্বাবুয়ে দল। অভিষেকের কারণে আনন্দিত হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হকেরও। তবে নিজের অভিষেক টেস্টেই মুদ্রার ওপিঠ দেখে ফেললেন তিনি। ক্রিজে যখন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যাওয়া-আসার ভিড়ে নিজেকে হারিয়েছেন, তখন একা দলের হাল ধরেছিলেন আরিফুল। প্রথম ইনিংসে অপরাজিত ৪১ এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রান প্রমাণ করে, উপযুক্ত সঙ্গী পেলে জ্বলে উঠতেন তিনিও।
দ্বিতীয় ইনিংসে ইমরুলের চেষ্টা
জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলা শুরু করার আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ইমরুল। ১৩ বল খেলে একটি চারে মাত্র ৫ রান করে আউট হয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর স্কোরকার্ড বলছে, টেস্টে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন ইমরুল। ১০৩ বল খেলে যখন কেবল সেট হয়েছেন, তখনই সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এর আগে ছয়টি চারে করেছিলেন ৪৩ রান, যা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।