সবার আগে নিরাপত্তার নিশ্চয়তা চায় অস্ট্রেলিয়া
অস্ট্রেলীয় সরকারের আশঙ্কা, বাংলাদেশে দেশটির নাগরিকদের ওপর হামলা চালাতে পারে জঙ্গিগোষ্ঠী। সেই আশঙ্কায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টের সফর আপাতত অনিশ্চয়তার সামনে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড অবশ্য আশার আলোই দেখাচ্ছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা পেলে বাংলাদেশ সফরে যেতে অস্ট্রেলিয়ার আপত্তি নেই।
‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে দুই টেস্টের সিরিজটির ওপরে এখন প্রশ্নচিহ্ন ঝুলছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রোববার ঢাকায় এসেছেন সিএর প্রধান নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা শন ক্যারল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ও অন্য কর্মকর্তাদের সঙ্গে ক্যারল আলোচনায় বসার আগেই অবশ্য একটা ‘সবুজ সংকেত’ দিয়ে রেখেছেন সাদারল্যান্ড। রোববার বার্তা সংস্থা এএফপিকে সিএর প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘সিদ্ধান্তটা হঠাৎ করেই হয়েছে। আমরা অবশ্য এ সফর হওয়ার পক্ষেই অবস্থান নিয়েছি। তবে খেলোয়াড়-কর্মকর্তাদের নিরাপত্তাকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছি আমরা। আপাতত নিরাপত্তার নিশ্চয়তাই আমাদের প্রথম অগ্রাধিকার।’
অস্ট্রেলীয় সরকারও সফর পিছিয়ে দেওয়ার ব্যাখ্যা দিয়েছে। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত সম্পর্কে ডিফ্যাট (অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক বিভাগ) অবগত। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তবে বাংলাদেশে অস্ট্রেলীয় কর্মকর্তাদের জনসমক্ষে যথাসম্ভব কম চলাফেরারও পরামর্শ দেওয়া হচ্ছে।’