বাংলাদেশের মেয়েদের ব্যর্থতার আরেকটি চিত্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/13/photo-1542093555.jpg)
টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেই চলছে বাংলাদেশের মেয়েরা। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে যান সালমারা।
সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৭৬ রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৯ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৫ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে আবার খেলা শুরু হলে তাঁদের সমানে লক্ষ্য হয় ১৬ ওভারে ৬৪ রান। তাই ইংল্যান্ড সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এই ম্যাচে বাংলাদেশের চারজন শূন্য রানে ফিরেছেন, আর দুই অঙ্কের কোটা পার হতে পারেননি চারজন। সর্বোচ্চ সংগ্রহ আয়শা রহমানের। তিনি করেন ৩৯ রান।
অবশ্য দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়ে সালমা খাতুন বেশ আশা জাগিয়ে ছিলেন। পরের ওভারে ইংল্যান্ড অধিনায়ককে ফিরিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনাও ছড়ান। যদিও শেষ পর্যন্ত পারেননি সে ধারাবাহিকতা ধরে রাখতে। তাই হেরেই মাঠ ছাড়েতে হয় তাদের।