মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার সহজ জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/17/photo-1542441827.jpg)
রাশিয়া বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি। কবে তিনি ফিরবেন সেটাও নিশ্চিত নয়। তবে এরই মধ্যে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছে তারা। বিশ্বের অন্যতম সেরা এই তারকা দলে না থাকলেও মেক্সিকোকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে।
বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক ডিফেন্ডার ফুনেস মোরি। তিনি প্রথম দলকে এগিয়ে দেন। পরে আত্মঘাতী গোলে তাদের ব্যবধান দ্বিগুণ হয়।
নিজেদের মাঠে আর্জেন্টিনা প্রথমে এগিয়ে যায় বিরতির ঠিক আগে। ৪৪ মিনিটে দিবালার চমৎকার ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন মোরি।
শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে আর্জেন্টিার ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে আত্মঘাতী থেকে। বক্সের একটি বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন ইসাক ব্রিসুয়েলা।
তবে মেক্সিকোও দারুণ কয়েকটি সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
বিশ্বকাপের পর এটি আর্জেন্টিনার পঞ্চম ম্যাচে তৃতীয় জয়। তারা দুটি ম্যাচে হেরেছে, তার মধ্যে একটি ব্রাজিলের কাছে। আর মেক্সিকো শেষ সাত ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে।