হঠাৎ টেস্ট দলে সুযোগ পেলেন সাদমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/20/photo-1542694601.jpg)
বেশ কিছুদিন ধরেই নাম শোনা যাচ্ছিল সাদমান ইসলামের। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৪ সালের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। রান পেয়েছিলেন সাম্প্রতিক সময়ের জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল)। এবার প্রস্তুতি ম্যাচে ভালো পারফর্ম করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সাদমান।
গতকাল দুদিনের প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ জনের দলে হঠাৎ করেই সাদমানকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ দিনে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের সঙ্গে সাদমান গড়েছিলেন ১২৬ রানের জুটি। পরে ৭৩ রানের মাথায় রানআউট হলেও দুই সেশন মাঠে ছিলেন তিনি। ইনিংসটিও সাজিয়েছেন ১০টি চার ও একটি ছক্কার মারে। কেমার রোচ, দেবেন্দ্র বিশুদের খেলে নজরে এসেছেন এই তরুণ।
এনসিএলেও উজ্জ্বল ছিলেন সাদমান। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই—৬৪৮ রান করেছেন ১০ ইনিংসে। দুইয়ে থাকা তুষার ইমরানের চেয়েও ১৩০ রান বেশি করেছেন এই তরুণ ব্যাটসম্যান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিজেকে ছাড়িয়ে ১৫৭ রানের সর্বোচ্চ গড়া সাদমান পরের ম্যাচে ১৮৯ করে নিজেকে আরো এগিয়ে নিয়েছিলেন।
দীর্ঘদিন বয়সভিত্তিক দলে খেলেছেন সাদমান। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেই তালিকায় দুইয়ে ও তিনে থাকা ইমাম-উল-হক ও এইডেন মার্করাম কিছুদিন ধরেই যথাক্রমে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার নিয়মিত মুখ। এমনকি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গত বছরের অক্টোবরে সিলেটে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও শতক পেয়েছিলেন তিনি। হাই পারফরম্যান্স স্কোয়াডের নিয়মিত মুখ সাদমান প্রথম শ্রেণির ক্রিকেটে সংগ্রহ করেছেন ৩,০২৩ রান। ৪২ ম্যাচে তাঁর গড় ৪৬.৫০, যেখানে তিনি শতক পেয়েছেন সাতটি।
সাদমানকে অনেকদিন ধরেই নজরে রেখেছিল বিসিবি। এবার দলে নেওয়ার ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘টেস্ট দলে প্রস্তুতি ম্যাচ থেকে দু-একজনকে নেওয়ার কথা আমরা আগেই বলেছিলাম। সাদমানের ব্যাপারে আমরা আগে থেকেই চিন্তা করেছি। সে সব পর্যায়ে ভালো করেছে। তার পরও রোচ-গ্যাব্রিয়েলদের সে কেমনভাবে সামলায়, সেটি আমরা প্রস্তুতি ম্যাচে দেখতে চেয়েছি। কোচও (স্টিভ রোডস) তার খেলা দেখতে আজ মাঠে ছিলেন। তার খেলা আমাদের পছন্দ হয়েছে। মনে হয়েছে, এখন সে মোটামুটি তৈরি। খেলার সুযোগ পেলে বোঝা যাবে সে আসলে কতটা তৈরি। তবে বিভিন্ন ধাপ পেরিয়ে আসায় তাকে নিয়ে আমরা আশাবাদী।’
টেস্ট দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি সম্পূর্ণ সেরে না ওঠায় বাংলাদেশের ড্যাশিং বাঁহাতি ওপেনার তামিম ইকবালও নেই দলে। তাই দলে ওপেনার হিসেবে স্থান পেয়েছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। টেস্টে দুজনের কারো রেকর্ডই খুব একটা সুখকর বার্তা দিচ্ছে না। তবে প্রস্তুতি ম্যাচে সৌম্যের ৭৮ রানের ইনিংস কিছুটা স্বস্তি দেবে নির্বাচকদের। এবার দলে নতুন মুখ সাদমান চট্টগ্রাম টেস্টে সুযোগ পেলে কেমন করেন, সেটির দিকেই নজর থাকবে সবার।