অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সংশয়
সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেলেও অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সফরটা নিয়ে বরং যথেষ্ট অনিশ্চয়তা। সোমবার এক বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ভিভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি; বরং সোমবার গভীর রাতে ক্যারলের হঠাৎ করেই ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়া দুই টেস্টের সিরিজকে ঘিরে সংশয়ের জন্ম দিয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে পাঠানো ই-মেইলে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র জানিয়েছেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গতকাল (সোমবার) বৈঠকের পর আমাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল, দলীয় ম্যানেজার গ্যাভিন ডাভি ও দলের নিরাপত্তাবিষয়ক ম্যানেজার ফ্র্যাঙ্ক ডিমাসি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার পথে রওনা দিয়েছেন। দেশে ফিরে তাঁরা (অস্ট্রেলিয়ার) পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে সফর নিয়ে আলোচনায় বসবেন।’
সোমবার ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু ঢাকার মাটিতে পা রাখার দুদিন আগে গত শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়, ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলীয় সরকার স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন টেস্ট দলকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে।’ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক বিভাগ (ডিফ্যাট) এক বিবৃতিতে জানিয়ে দেয়, ‘বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলীয়দের ওপরে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।’
শুধু অস্ট্রেলিয়া নয়, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।