‘ভয় নেই’—অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করল বাংলাদেশ
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যেখানে থাকবে আর যেখানে খেলবে, সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাংলাদেশের পক্ষ থেকে এভাবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলকে আশ্বস্ত করা হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ সোমবার বৈঠক করে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল। বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার বিষয়টি অস্ট্রেলিয়ার নিরাপত্তা দলকে জোর দিয়ে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে যেসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, তা তুলে ধরেছি। এর বাইরে অতিরিক্ত কোনো নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন আছে কি না, সেটাও তাদের কাছে জানতে চেয়েছি।’ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আমরা মনে করি, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে এবং খেলবে।’
অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, ‘বাংলাদেশের জনগণ ক্রিকেট প্রিয়। নিরাপত্তার জন্য এ দেশের সরকার যথেষ্ট সচেতন। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসবে, তার নিরাপত্তার জন্য আমরা ক্রমাগত বৈঠক করেছি। আমরা বাংলাদেশের অবস্থা সম্পর্কে অস্ট্রেলিয়া সরকারকে জানাব। অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘অস্ট্রেলিয়া কবে বাংলাদেশে খেলতে আসবে, সে সিদ্ধান্ত এ বৈঠকে হয়নি। এখানে আমাদের সঙ্গে যে দল বৈঠক করেছে, তারা নিরাপত্তাবিষয়ক দল। খেলার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। অস্ট্রেলিয়া টিমের নিরাপত্তার বিষয়ে তারা এখানে বৈঠক করছেন। বৈঠকের আলোচনার বিষয়বস্তু তারা অস্ট্রেলিয়া সরকারকে জানাবেন। পরে সেখান থেকেই মূল সিদ্ধান্ত আসবে।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমরা এটা বিশ্বাসই করি না যে এখানে খেলার বিষয়ে কোনো ধরনের শঙ্কা আছে। কিছুদিন আগেই ভারত-পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ খেলে গেছে। আমরা তাদের আমাদের সব বিষয় তুলে ধরেছি। আমরা তাদের এও বলেছি যে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
বাংলাদেশে খেলতে আসা নিয়ে নিরাপত্তা বিষয়ে সিকিউরিটি অ্যালার্টের বিষয়ে তারা কোথা থেকে জেনেছে, সে বিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘আমরা তাদের কাছে বারবার জানতে চেয়েছি যে, আপনারা কোন সূত্র থেকে এসব তথ্য পেয়েছেন। কিন্তু এ বিষয়ে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। আমরা যুক্তি-তথ্য দিয়ে তাদের কাছে বলেছি যে, বিশ্বকাপের মতো সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করব।’
খেলা পেছানোর প্রসঙ্গ ওঠার বিষয়টি বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় অপবাদ মন্তব্য করে এক সাংবাদিক জানতে চান, এ বিষয়ে সরকারের করণীয় কী?
জবাবে বিসিবির সভাপতি বলেন, ‘বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সার্বিকভাবে অস্ট্রেলিয়াকে বোঝাতে চেষ্টা করছি যে, বাংলাদেশে ক্রিকেট খেলা অনিরাপদ—এ ধারণা অমূলক। বাংলাদেশে ক্রিকেট দল না আসার মতো কোনো ঘটনা ঘটেনি। এটা দুঃখজনক ঘটনা।’