অভিষেকে বিশ্বরেকর্ড নাঈমের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/23/photo-1542971422.jpg)
আগের দিন ব্যাট হাতে ছোট একটি ইনিংস খেলে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে অভিষেক ম্যাচে তরুণ নাঈম হাসানের দৃঢ়তা অনেকেরই দৃষ্টি কেড়েছে। এবার বল হাতে শুধু উজ্জ্বলতাই ছড়াননি, বিশ্বরেকর্ড গড়েছেন। অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
আজ শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট নাঈম। ১৭ বছর ৩৫৬ দিন বয়সে এই কীর্তি গড়েন তিনি।
এত দিন এই রেকর্ডটি ছিল অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্সের। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন।
এদিন নাঈম ১৪ ওভারে ৬১ রানে উইকেট পাঁচ উইকেট পান। তিনি সাজঘরে ফিরিয়েছেন, রোস্টন চেইস, সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও জেমস ওয়ারিক্যানকে।
বাংলাদেশের হয়ে অষ্টম বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট পান নাঈম।
আগের দিন বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন নাঈম। যখন বাংলাদেশ চরম ব্যাটিং বিপর্যয়ে, তখন নবম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহটাকে ভালো জায়গায় নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন তিনি।