বিশ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া?
কিছুদিন আগে ভারতের কাছে ক্ষতিপূরণ চেয়ে আলোচনায় এসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই আবেদন নাকচ করে দেওয়ার পর এবার নতুন কৌশল নিয়েছে পিসিবি। ভারতের সঙ্গে সিরিজ খেলার নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়াকে দুটি ওয়ানডে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে তারা।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ আগামী বছরের মার্চে ও এপ্রিলের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত নাকচ করায় এবার অস্ট্রেলিয়ার দিকে নজর দিয়েছেন তারা। ইংল্যান্ডে আগামী বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি দুই ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে চায় পাকিস্তান।
আগামী বছরের মে মাসের শেষ দিকেই ইংল্যান্ডে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। পিসিবির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সিরিজের সময়সূচি পরিবর্তিত হতে পারে। কারণ, বিশ্বকাপের যতটা সম্ভব কাছাকাছি সময়ে এই সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘যেহেতু আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আয়োজক হিসেবে থাকব, আমরা তাদের পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার কথা বলেছি। প্রক্রিয়া চলছে কিন্তু কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি।’
অস্ট্রেলিয়া রাজি হলে প্রায় ২০ বছর স্বাগতিক হিসেবে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। কারণ, পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া শেষ এসেছিল ১৯৯৮ সালে।