অনন্য কীর্তিতে ভাস্বর সাকিব
প্রয়োজন ছিল এক উইকেট, তা হলেই নতুন একটি অর্জন জমা পড়বে সাকিব আল হাসানের ঝুলিতে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ উইকেট এবং তিন হাজার রান নেওয়ার কীর্তি গড়েন তিনি।
আজ শনিবার জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে কাইরান পাওয়েলকে সাজঘরে ফিরিয়ে এই অর্জন জমা করেন নিজের ঝুলিতে। তাই ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামকে ছাড়িয়ে গেলেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিব ৫৪ টেস্ট খেলে তিন হাজার রান ও ২০০ উইকেট নিয়েছেন। আর বোথাম রেকর্ড গড়েছিলেন ৫৫ টেস্ট খেলে।
শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের পর আছেন মোহাম্মদ রাফিক তিনি নিয়েছেন ১০০ উইকেট।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিবের প্রয়োজন ছিল চার উইকেট। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে এই রেকের্ডের কাছাকাছি চলে আসেন তিনি। দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড গড়েও ফেললেন তিনি।
২০০৭ সালের মেতে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল। ভারতের বিপক্ষে সেই ম্যাচে খুব একটা সাফল্য পাননি তিনি। দীর্ঘ ১১ বছর পর সেই মাঠেই দারুণ একটি কীর্তি গড়লেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
দীর্ঘ এই ক্যারিয়ারে বেশ কিছু ভালো সাফল্য আছে সাকিবের। একবার বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। আর পাঁচটি শতক আছে, যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।