নববধূকে নিয়ে এক মাসের সফরে সিদ্দিকুর
বিয়ে করেছেন কয়েক দিন আগে, গত ২০ জানুয়ারি। বিয়ের পর পরই সিদ্দিকুর রহমানকে নেমে পড়তে হচ্ছে গলফ কোর্টে। আগামী ৫ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে শুরু হতে যাওয়া মে ব্যাংক মালয়েশিয়ান ওপেনে অংশ নিতে শুক্রবার ঢাকা ছেড়ে যাচ্ছেন দেশের সেরা গলফার।
তবে এবার একা নয়, সিদ্দিকুরের সঙ্গী হচ্ছেন স্ত্রী সামাউন আঞ্জুম অরণী। মালয়েশিয়ার পর থাইল্যান্ড ও ভারতে আরো দুটি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি। প্রায় এক মাসের সফরে স্ত্রী তাঁর সঙ্গেই থাকবেন।
১২ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডে ক্লাসিক গলফ টুর্নামেন্ট এবং ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে শুরু হতে যাওয়া হিরো ইন্ডিয়ান ওপেন খেলে দেশে ফিরবেন দুটি এশিয়ান ট্যুর জয়ী এই গলফার।
সিদ্দিকুরের দুটি গুরুত্বপূর্ণ শিরোপার একটি হিরো ইন্ডিয়ান ওপেনেই, ২০১৩ সালের নভেম্বরে। প্রথমটি ছিল ২০১০ সালের আগস্টে ব্রুনেই ওপেন।
নতুন বছরে বিয়ে করে নতুন জীবনে প্রবেশ করেছেন। ২০১৫ সাল সাফল্যময় করে তুলতে সিদ্দিকুর তাই দৃঢ়প্রতিজ্ঞ, ‘আশা করি এই বছরটা ভালো কাটবে। বছরটা নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছি। সাফল্যের জন্য যথেষ্ট প্রস্তুতিও নিয়েছি।’
২০ জানুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবে কুষ্টিয়ার মেয়ে অরণীর সঙ্গে বিয়ে হয় সিদ্দিকুরের। তাঁর স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন।