অস্ট্রেলিয়া সিরিজের সামনে আরেকটি প্রশ্নচিহ্ন
তাহলে কি সত্যিই আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল? দুই টেস্টের সিরিজ খেলতে গত সোমবার আসার কথা থাকলেও ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসেনি ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল ঢাকায় এসেছিলেন বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করতে। এক জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতিও পেয়েছেন ক্যারল। কিন্তু তাতেও সিরিজ নিয়ে সংশয় কাটেনি; বরং সিএর অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিজ নিজ রাজ্য দলের হয়ে অনুশীলন করার নির্দেশ বাংলাদেশ সফরকে ঘিরে আরো অনিশ্চয়তার জন্ম দিয়েছে।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ম্যাটাডোর কাপ। ২০ দিনের এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্যদের খেলার কথাই ছিল না। কারণ, ঠিক সে সময়ে বাংলাদেশ সফর হওয়ার কথা। কিন্তু সফরকে ঘিরে অনিশ্চয়তার কারণে টেস্ট ক্রিকেটারদের ম্যাটাডোর কাপের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সিএ।
বার্তা সংস্থা এএফপিকে পাঠানো ই-মেইলে সিএর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সিদ্ধান্তের জন্য অপেক্ষার ফাঁকে খেলোয়াড়দের নিজ নিজ রাজ্য দলের অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, স্পিনার নেইথান লিয়ন ও উইকেটরক্ষক পিটার নেভিল এরই মধ্যে নিজেদের রাজ্য নিউ সাউথ ওয়েলসের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। ক্রিকেট ভিক্টোরিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, পেসার পিটার সিডল আর অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও মেলবোর্নে প্রশিক্ষণের জন্য ফিরেছেন।
ঢাকার মাটিতে পা রাখার মাত্র দুদিন আগে গত শনিবার সিএর ওয়েবসাইটে বলা হয়, ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণে অস্ট্রেলীয় সরকার স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন টেস্ট দলকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক বিভাগ (ডিফ্যাট) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলীয়দের ওপর হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর থেকে এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর থেকে দুটি টেস্ট শুরু হওয়ার কথা। তার আগে ৩ অক্টোবর ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার।
কিন্তু সিএর সর্বশেষ সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে ঘিরে আরো বড় প্রশ্নচিহ্ন।