ওয়ানডে সিরিজে খেলবেন তামিম?
শোনা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল। তবে টেস্টে নামার জন্য অনুশীলনে চলাকালীন সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় দলে জায়গা হয়নি তাঁর। দীর্ঘদিন পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ড্যাশিং এই ওপেনারের।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন তামিম। তবে দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু সুরাঙ্গা লাকমালের বল আবারও আঙুলে লাগলে সেই ম্যাচেই এশিয়া কাপ শেষ হয়ে যায় তাঁর। এরপর দীর্ঘদিন বিশ্রাম। আবারও অনুশীলনে চোট পাওয়ায় ঘরের মাঠে দুটি খেলা খেলতে না পারলেও এবার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তাই আগামী ৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। আগামী ৬ ডিসেম্বর একদিনের প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের হয়ে মাঠে নামবেন তামিম। তাই এই সম্ভাবনা আরো জোরালো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টেই ওপেনারদের ব্যর্থতা নজরে আসে। তখনই টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, তামিমের দলে ফেরার অপেক্ষায় আছেন তিনি। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে ক্রিকেটে না ফিরতে পারলেও ওয়ানডেতে ফেরার সম্ভাবনা দেখছেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সঙ্গে বিসিবি একাদশের হয়ে মাঠে নামবেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা।
আবারও আগের তামিমকে মাঠে দেখবে কি না ভক্তরা, সেটি সময়ই বলে দেবে।