ভারতকে দিবা-রাত্রির টেস্ট খেলার আহ্বান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/08/photo-1544252612.jpg)
দিবা-রাত্রির টেস্ট খেলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। অ্যাডিলেডকেই দিবা-রাত্রি ম্যাচের স্থায়ী ভেন্যু করতে চায় সিএ এবং আশা করছে পরবর্তী সফরে ভারতীয় দল এখানে গোলাপি বলের ম্যাচ খেলতে সম্মত হবে।
অনেক দেশ খেললেও টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ দল ভারত এখনো দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়নি। চলমান প্রথম টেস্টের প্রথম দিন দর্শক খরা থাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট প্রধান কেভিন রবার্টস ভারতকে দিবা-রাত্রির টেস্ট খেলার আহ্বান জানান।
দিবা-রাত্রির টেস্টে গত তিন বছরে অ্যাডিলেডে ম্যাচের প্রথম দিন দর্শক সংখ্যা ছিল যথাক্রমে ৪৭, ৩২ এবং ৫৫ হাজার।
চলতি টেস্টে গতকাল প্রথম দিনে মাঠে দর্শক সংখ্যা ছিল ২৪ হাজার। দর্শক সংখ্যা কম হওয়ার জন্য রবার্টস দিবা-রাত্রির ম্যাচ না হওয়াকেই দায়ী করেছেন।
২০২০-২১ মৌসুমে ভারতীয় দলের পরবর্তী সফরে তাদের দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি করাতে পারবেন বলে আশা করছেন বরার্টস।
২০১৫ সাল থেকে দিবা-রাত্রির টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। যার মধ্যে অ্যাডিলেডে তিনটি খেলে সবকটিতেই জয় পায় স্বাগতিকরা। গত জানুয়ারিতে ব্রিজবেনে শ্রীলঙ্কার বিপক্ষে দিবা-রাত্রির একটি টেস্ট খেলেছে অসিরা।