এখনই হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না মাশরাফি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/08/photo-1544272541.jpg)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সফরকারী দলটিকে ২-০তে হোয়াইটওয়াশ করেছে সাকিব-মুশফিকরা। আগামীকাল রোববার শুরু হবে ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি বাংলাদেশ? এখনই বিষয়টি ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এখনও ওয়ানডে সিরিজ শুরু হয়নি। তাই হোয়াইটওয়াশের কথা ভাবতে চাই না। আমাদের কাছে প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচের দিকে মনোযোগ থাকাটাই সবচেয়ে ভালো।’
এবছর ওয়ানডেতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। এ সম্পর্কে মাশরাফি বলেন, ‘এ বছর দলের সাফল্যের হার বেশ ভালো। দুটি ফাইনালে ভালো খেলতে পারলে আরও ভালো হতো। এখন বছরের শেষটা ভালো খেলতে চাই।’
আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেটে। আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।