সাকিব-তামিমকে নিয়ে বছরটা রাঙাবেন মাশরাফি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/08/photo-1544273071.jpg)
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে দল পেয়েছে হোয়াইটওয়াশের আনন্দ। এবার চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবালও। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতকে নিজেকে ফিরে পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। সব মিলিয়ে দল আবারও আগের মতো শক্তিশালী হওয়ায় খুশি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ওয়ানডে দলে সাকিব এবং তামিমকে পেয়ে উচ্ছ্বসিত মাশরাফি বলেন, ‘ওরা দলে থাকলে খুব সুবিধা হয়। প্রস্তুতি ম্যাচে তামিমের পারফরম্যান্স দল ও তাঁর জন্যও স্বস্তি।’
অবশ্য ইনজুরি কাটিয়ে ফেরা তামিম দলে থাকায় ভরসা পেলেও খুব বেশি প্রত্যাশা রাখছেন না মাশরাফি। তামিমের ব্যাপারে তিনি বলেন, ‘ইনজুরি থেকে এসেই পারফর্ম করা সময়ের ব্যাপার। প্রস্তুতি ম্যাচে শতক পেয়েছে বলেই পরের ইনিংসে ভালো করবে, এমন কোনো কথা নেই। এর চেয়ে ভালো বা খারাপও খেলতে পারে। সাকিব চোট থেকে ফিরে হয়তো টেস্ট সিরিজ দিয়ে মানিয়ে নিয়েছে।’
আগামীকাল বছরের শেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। অবশ্য বছরটি বেশ ভালৈ কেটেছে মাশরাফিদের। এবছর নিদাহাস ট্রফি এবং এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দুই ফাইনালেই প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। তবে সেই হারকে অনুপ্রেরণা হিসেবে নিয়েই বছরের শেষ ওয়ানডে সিরিজে আগামীকাল নামতে চান মাশরাফি। তিনি বলেন, ‘এবছর আমরা অনেক সফলতা পেয়েছি, দুটি ফাইনাল বাদে। এশিয়া কাপের ফাইনাল জিততে পারলে ভালো হতো। এছাড়া এবছর ভালো খেলেছি আমরা। বছরের শেষও ভালো করতে চাই। সামনে বছর অনেকগুলো চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’