উড়ন্ত তামিম ফেরালেন ব্রাভোকে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/09/photo-1544351300.jpg)
গত এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য ক্রিকেটের বাইরে ছিটকে গিয়েছিলেন তামিম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ম্যাচেই ফেরার কথা ছিল এই ড্যাশিং ওপেনারের। তবে সাইড স্ট্রেইনের চোট কেবল অপেক্ষাই বাড়িয়েছে ওয়ানডে সিরিজ পর্যন্ত। প্রস্তুতি ম্যাচে শতকের পর আজ মিরপুরে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়েও চমক দেখিয়েছেন তিনি। দুর্দান্ত ক্যাচে আউট করেছেন ভয়ংকর হয়ে ওঠা ড্যারেন ব্রাভোকে।
প্রথম ওয়ানডেতেই টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে ব্যাটিং বেছে নিলেও সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। প্রথম পাওয়ার প্লের অষ্টম ওভারে যখন কিরন পাওয়েল আউট হন, তখন তাঁদের রান মাত্র ২৯। এরপর শাই হোপ ও ড্যারেন ব্রাভো কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ক্যাচ ছাড়ার মহড়া দেখে বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষায় হতাশ হয়েছিলেন অনেকেই।
১৬তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে প্রথমবারের মতো জীবন পেয়েছিলেন ব্রাভো। ব্যাকওয়ার্ড পয়েন্টে আরিফুল ইসলামের হাত ফসকে ক্যাচ বেরিয়ে গিয়েছিল। ২০তম ওভারে রুবেল হোসেনের বলে আবারও জীবন পেয়েছেন এই ব্যাটসম্যান। স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিয়ে ফেলেছিলেন তিনি। তবে বাঁ পাশে ঝাঁপিয়ে পড়েও বলটি ধরে রাখতে পারেননি উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ঠিক সে মুহূর্তে দলের হতাশা কাটিয়ে দলকে উজ্জীবিত করেছেন ইনজুরি থেকে ফেরা তামিম।
২১তম ওভারেই মাশরাফির অফস্টাম্পের বাইরের একটি বলকে লংঅফের দিকে উড়িয়ে মেরেছিলেন ব্রাভো। ডানদিকে ছুটে গিয়ে বাতাসে লাফিয়ে দুহাতে সেই ক্যাচ নিরাপদে নিয়েছেন তামিম। ইনজুরি থেকে ফিরেই এমন অসাধারণ ক্যাচে স্বস্তি ফিরে এসেছিল বাংলাদেশ দলে।
মূল ম্যাচে ফিল্ডিংয়ে নিজেকে প্রমাণ করেছেন তামিম। ব্যাট হাতে আজ তিনি জ্বলে উঠবেন কি না, সেটি সময়ই বলে দেবে।