টি-টোয়েন্টি সিরিজেও জয় দেখতে চান মাশরাফি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আট উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯৮ রান করতে সমর্থ হয় ক্যারিবীয়রা। ১১.৩ ওভার হাতে রেখেই তামিম ইকবাল এবং সৌম্য সরকারের দুর্দান্ত অর্ধশতকে সেই লক্ষ্য টপকে গেছে বাংলাদেশ। তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বরাবরের মতই সমীহের চোখে দেখছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘তিন ম্যাচেই বোলাররা ভালো করছে। বিশেষভাবে স্পিনাররা খুব কম রান দিয়েছে। সবকিছু মিলিয়ে ভালোই খেলেছে। টি-টোয়েন্টি সিরিজেও আমরা ভালো খেলব বলে আমার বিশ্বাস। তবে তারা টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন এবং খুবই ভালো দল।’
ম্যাচসেরা মিরাজ বলেন, ‘আমি প্রথমে বোলিং নেওয়ায় খুবই খুশি হয়েছিলাম, কারণ উইকেটে টার্ন ছিল। দলের সবাইকে ধন্যবাদ। মুশফিক ভাই মাশরাফি ভাইকে বলেছিল, হেটমায়ার ব্যাটিংয়ে আসলে আমাকে যেন বোলিংয়ে আনা হয়। তাই মুশফিক ভাইকেও ধন্যবাদ।’
আগামী ১৭ ডিসেম্বর, সোমবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।