জয়-পরাজয়ের সমীকরণে ভারত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/17/photo-1545045621.jpg)
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টেই ৩১ রানে জয় তুলে নিজেদের প্রমাণ করেছে ভারত। তবে দ্বিতীয় টেস্টে কিছুটা বিপাকে পড়েছে তারা। চতুর্থ দিন শেষে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে ভারত। অসিদের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১২ রান করতেই পাঁচ উইকেট হারিয়েছে ভারত।
অসি পেসাররা বেশ ভালোভাবেই ভুগিয়েছেন ভারতকে। এমনকি ব্যাটসম্যানদের কেউই খুব একটা ভূমিকা রেখে মাঠে থিতু হতে পারেননি। ৯৮ রানে লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানের মতো প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা। আগামীকাল মঙ্গলবার হানুমা বিহারি ও রিশভ পান্থ ব্যাট হাতে মাঠে নামবেন। তবে আশার বিষয়, হানুমা বিহারি অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে বেশ ভালো কিছু ইনিংস খেলেছেন। তারা নিজেদের মতো খেললেও হয়তো এখান থেকে ম্যাচ বের করতে পারবে ভারত।
টেস্ট সিরিজে সমতায় ফিরতে হলে অস্ট্রেলিয়ার প্রয়োজন আর পাঁচ উইকেট। জশ হ্যাজলউড ও নাথান লায়ন দুটি করে ও মিশেল স্টার্ক একটি উইকেট পেয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন। এখন দেখার বিষয় তারা বাকি ব্যাটসম্যানদেরও আউট করতে পারেন কি না।