এমবাপ্পের গোলে জয়ের দেখা পেল পিএসজি
দুটি ড্রয়ের পর শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে গতকাল শনিবার নান্তেসের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে পিএসজি।
পিএসজি শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলছিল। এমনকি প্রথমার্ধের অধিকাংশ সময়ই বল দখলে রেখেছিল পিএসজি। তবে কঠিন রক্ষণভাগের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। প্রথমার্ধে ছয়টি শট থেকে একটিও গোল আদায় করতে পারেনি এমবাপ্পের দল।
অবশ্য পিএসজির গোলের অপেক্ষা ঘুচিয়েছেন ফরাসি তরুণ তারকা এমবাপ্পে। ৬৮তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নারকে দুর্দান্ত শটে জালে জড়িয়েছেন এই ফরোয়ার্ড। নেইমারকে ছাড়াই খেলতে নেমে এবার জয়ের দেখা পেল পিএসজি।
টানা ১৪ ম্যাচে জয়ের পর বোর্ডক্স এবং স্ট্রাসবার্গের বিপক্ষে ড্র করেছিল পিএসজি। তবে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এখনো হারের মুখ দেখেনি থমাস টুশেলের দল। চলমান লিগে ১৩তম গোলে গোলদাতার তালিকায় শীর্ষে এমবাপ্পে। ১৭ ম্যাচে ১৫ জয় এবং দুটি ড্রয়ে মোট ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দল পিএসজি।