ওয়ানডেতেও হার বাংলাদেশের মেয়েদের
পাকিস্তান সফরে গিয়ে হেরেই চলেছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচের পর দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। ২০ রানের জয় দিয়ে সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৯৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য ভালোই লড়াই চালিয়েছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু বড় কোনো জুটি গড়তে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সালমাদের। চতুর্থ ও অষ্টম উইকেটে গড়া ৪৪ রানের জুটি দুটি ক্ষণিকের জন্য আশা জাগিয়েছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু শেষপর্যন্ত সফল হতে পারেনি সফরকারীরা।
প্রথম ১০ ওভারের মধ্যেই দুই ওপেনার শারমিন আক্তার (৫) ও শামিমা সুলতানার (২৪) উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখন বাংলাদেশের স্কোর ছিল : ৩৬/২। দলীয় ৬০ রানের মাথায় বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ১৬ রান করে ফিরে যান লতা মণ্ডল। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে বেশ কিছুক্ষণ উইকেটে ছিলেন রুমানা আহমেদ ও ফারগানা হক। কিন্তু রানের চাকা সচল রাখতে বেশ কষ্ট করতে হয়েছে তাঁদের। ১৪.২ ওভার উইকেটে থেকে এই ৪৪ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ৩২তম ওভারে ফারজানা (২৬) আউট হওয়ার পর থেকেই ফিকে হতে শুরু করে বাংলাদেশের জয়ের স্বপ্ন। নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেছেন অধিনায়ক সালমা খাতুন (৩), রিতু মনি (৭) ও ফাহিমা খাতুন (২)। রুমানা লড়াই চালিয়েছেন শেষপর্যন্ত। অষ্টম উইকেটে জাহানারা আলমকে সঙ্গে নিয়ে আবার তিনি গড়েছিলেন ৪৪ রানের জুটি। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারে ৭০ রান করে আউট হন রুমানা। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরেন জাহানারাও (২৩)। বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৯৪ রানে।
বল হাতে বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছেন বাঁহাতি স্পিনার আনাম আমিন। ১০ ওভার বল করে মাত্র ২৫ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৯২ রানের দারুণ ইনিংস খেলা বিসমাহ মারুফের হাতে।