পাকিস্তানে শেষ ম্যাচেও ব্যর্থ সালমার দল
পাকিস্তান সফরের শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে পুরো ৫০ ওভার ব্যাট করলেও ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি সালমা খাতুনের দল। এমন ব্যাটিং করে কি জেতা যায়? বাংলাদেশও পারেনি, হার মেনেছে ৬ উইকেটে। দুটো টি-টোয়েন্টি ও দুটো ওয়ানডের সবগুলোতে হেরে পাকিস্তান থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে নারী ক্রিকেটারদের।
করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আয়েশা রহমান দৃঢ়তা দেখালেও অন্যপ্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। আয়শা ৩৯ রান করলেও শামীমা সুলতানা (৩), ফারজানা হক (০), লতা মণ্ডল (০), রুমানা আহমেদ (২), জাহানারা আলম (০) ও অধিনায়ক সালমা (৭) ব্যর্থ হওয়ায় ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এমন মহাবিপদে প্রতিরোধ গড়ার কৃতিত্ব দুজনের—নিগার সুলতানা ও রিতু মনির। অষ্টম উইকেটে দুজনের ৪৭ রানের জুটি একশর ওপরে নিয়ে গেছে অতিথি দলকে। রিতু ২৮ রান করে আউট হয়ে গেলেও অভিষিক্ত নিগার অপরাজিত ছিলেন ৩০ রানে।
বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছেন আনাম আমিন। মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। তাঁর বোলিং ফিগার (১০-৫-৭-৪) এক কথায় দুর্দান্ত। ম্যাচের সেরা খেলোয়াড়ও আনাম। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার আসমাভিয়া ইকবাল।
জবাবে ৬৯ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তানের মেয়েরা। দারুণ ছন্দে থাকা বিসমাহ মারুফের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান মেরিনা ইকবালের। ২২ রানে দুই উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নাহিদা আক্তার। ১৩ রানে এক উইকেট রুমানা আহমেদের।