দুই উইকেটের প্রতীক্ষা ভারতের
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জয়ের জন্য শেষ দিনে মাত্র দুই উইকেট প্রয়োজন ভারতের। ৩৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে আট উইকেটে ২৫৮ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জিততে হলে তাদের আরো ১৪১ রান করতে হবে।
এর আগে আট উইকেটে ১০৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত। এর আগে প্রথম ইনিংসে তারা করেছিল ৪৪৩ রান। এর জবাবে জাসপ্রিত বুমরাহর মারাত্মক বোলিংয়ে মাত্র ১৫১ রানে গুটিয়ে যাওয়ার পরই অস্ট্রেলিয়া পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। কিন্তু দলের কোণঠাসা অবস্থায় বোলাররা উদ্যমী মনোভাবের সাথে লড়তে থাকে। প্যাট কামিন্সের দুরন্ত পেস বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে একের পর এক উইকেট নিয়ে চাপে ফেলে দেয়। ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে গতকাল খেলা শেষ করে ভারত। আজ চতুর্থ দিনে আরো ৫২ রান তুলতে তিন উইকেট পড়ে গেলে ১০৬ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি।
৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। সিরিজে ব্যর্থতার ধারা বজায় রেখে অ্যারন ফিঞ্চ মাত্র ৩ রান করে দলীয় ৬ রানেই ফিরে যান। একপর্যায়ে মাত্র ১৩৫ রানে টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যান ফিরে গেলে নিচের সারির ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়েন। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও ভারতের সবচেয়ে বড় বাধা হয়ে আসেন কামিন্স। চতুর্থ দিন শেষে ৬১ রান করে অপরাজিত আছেন তিনি। নবম উইকেট জুটিতে নাথান লায়নের সাথে ৪৩ রানের জুটি গড়ে চতুর্থ দিন পার করেছেন তিনি। লায়ন অপরাজিত আছেন ৬ রান করে।
পঞ্চম দিন জয়ের জন্য অস্ট্রেলিয়ার শেষ দুটি উইকেট নিতে হবে ভারতকে। অন্যদিকে আর ১৪১ রান করতে পারলে প্রায় অসম্ভব এক ক্রিকেট রোমাঞ্চের জন্ম দিবে অস্ট্রেলিয়া। মেলবোর্নের আকাশে মেঘের আনাগোনায় আগামীকাল কিছুটা বৃষ্টির আশংকা দেখা দিলেও উদগ্রীব সমর্থকরা সকাল থেকেই চোখ রাখবেন মাঠে।