বিপিএলে খেলার অপেক্ষায় এমপি মাশরাফি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে জয় পেয়েছেন তিনি। খেলার মাঠ থেকে সংসদে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি তিনি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও পেশাদার ক্রিকেট খেলে যাবেন। আর কদিন বাদে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অপেক্ষায় আছেন তিনি।
বিপিএলে মাশরাফি রংপুর রাইডার্সের হয়ে খেলবেন। গত আসরে তাঁর নেতৃত্বেই শিরোপার উল্লাস করেছিল দলটি। এবার এমপি মাশরাফির নেতৃত্বে দলটি কেমন করবে দলটি, তা দেখার অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘আমি এখন খেলাধুলায় মনোযোগ দিতে চাই, কারণ সামনে বিপিএল। আগামী ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা আসরটির। ঢাকায় ফিরে আবার নেমে পড়তে হবে মাঠের লড়াইয়ে। আপতত তা নিয়েই ভাবছি।’
তবে নড়াইলের খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি, ‘অন্য সবকিছুর পাশাপাশি নড়াইলের খেলাধুলার উন্নয়নে কাজ করতে হবে আমাকে। জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে সমন্বয় করেই কাজগুলো করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার মাঠে নিয়ে ভাবতে হবে আমাদের।’
নড়াইল-২ আসন থেকে দুই লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাশরাফি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এনপিপির প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন মাত্র আট হাজার ছয় ভোট।
এদিকে রংপুর রাইডার্স অভিনন্দন জানিয়েছে মাশরাফিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়ে তারা লিখেছে, ‘আরেকটি অসাধারণ অর্জনে মাশরাফি বিন মর্তুজাকে অভিনন্দন। বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি (সংসদ সদস্য) তিনি।’