ধোনির আরেকটি কীর্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/13/photo-1547364325.jpg)
ভারতের হয়ে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতকাল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে ওয়ানডেতে নতুন এই কীর্তি গড়েন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ধোনির সংগ্রহ ছিল ৩২৯ ম্যাচে নয় হাজার ৯৯৯ রান। ভারতের ইনিংসের পাঁচ নম্বরে ব্যাট হাতে দ্রুত এক রান নিয়ে ওয়ানডেতে দেশের জার্সি গায়ে নতুন আরেকটি অর্জন নিজের ঝুলিতে রাখেন।
অবশ্য এশিয়া একাদশের হয়ে ওয়ানডেতে তিন ম্যাচে ১৭৪ রান রয়েছে ধোনির। সে হিসেবে আগেই ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ধোনি। তবে এই ম্যাচ বাদে তাঁর ওয়ানডে পরিসংখ্যান ৩৩২ ম্যাচে ১০ হাজার ১৭৩ রান। তবে ভারতের জার্সি গায়ে আজই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
পঞ্চম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেন ধোনি। ভারতের জার্সিতে এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি।