বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড যুবারা
এক মাসের সফরে বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি ঢাকায় পৌঁছার কথা ইংলিশ যুবাদের। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
২০ জানুয়ারি ঢাকায় পা রেখে সেদিনই কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে ইংলিশ দল। ২৫ জানুয়ারি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচের পর একই ভেন্যুতে ২৭ জানুয়ারি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে লড়বে তাঁরা। ২৯ ও ৩১ জানুয়ারি দুই দেশের যুবাদের প্রথম দুই ওয়ানডে ম্যাচের পর ২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কক্সবাজার পর্ব শেষে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭-১০ ফেব্রুয়ারি চারদিনের প্রথম টেস্ট এবং ১৫-১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।