‘গোলমেশিন’ লেভানদভস্কি
একের পর এক গোল করে চলা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর নামই বেশি উচ্চারিত হয় ফুটবল বিশ্বে। তবে ইদানীং দুই মহাতারকার পাশাপাশি রবার্ত লেভানদভস্কিও আলোচনায়। অবিশ্বাস্য গতিতে গোল করে চলেছেন এই পোলিশ স্ট্রাইকার। এমনকি মেসি-রোনালদোও যেন এ মৌসুমে তাঁর সঙ্গে পাল্লা দিয়ে গোল করতে পারছেন না!
২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন লেভানদভস্কি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ওপরে ভর করে ১৯৯৭ সালের পর সেবার ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বরুসিয়া ডর্টমুন্ড। তারপর অনেক পরিবর্তন এসেছে লেভানদভস্কির জীবনে। গত বছর ডর্টমুন্ড থেকে যোগ দেন জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখে। যদিও তারকাসমৃদ্ধ বায়ার্নের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেয়েছেন কমই। তবে যখনই মাঠে নেমেছেন, গোল করার সুযোগ নষ্ট করেননি।
গত মৌসুমে বায়ার্নের হয়ে ৪৯টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছিলেন লেভানদভস্কি। বেশির ভাগ ম্যাচেই তিনি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। জার্মান বুন্ডেসলিগায় ৩১ ম্যাচ খেলে করেছিলেন ১৭টি গোল। লিগে আরিয়েন রোবেনের সঙ্গে যৌথভাবে তিনিই ছিলেন বায়ার্নের পক্ষে সর্বোচ্চ গোলদাতা। ১৭টি গোল করেছিলেন রোবেনও। বায়ার্নের সেরা স্ট্রাইকার টমাস মুলার করেছিলেন ১৩টি গোল।
এবারের মৌসুমে ২৭ বছর বয়সী লেভানদভস্কি নিজেকে নিয়ে যাচ্ছেন আরো উঁচুতে। গত রোববার বুন্ডেসলিগার সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে করেছেন জোড়া গোল। ২৬ সেপ্টেম্বর জার্মান লিগেই মাইঞ্জের বিপক্ষেও দুই গোল করেছিলেন লেভানদভস্কি। তার চার দিন আগে তো চোখধাঁধানো পারফরম্যান্স। ভল্ফসবুর্গের বিপক্ষে সেদিন দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমে মাত্র নয় মিনিটের ব্যবধানে পাঁচ গোল করেছিলেন তিনি। বুন্ডেসলিগার ইতিহাসে সবচেয়ে কম সময়ের ব্যবধানে পাঁচ গোল করার রেকর্ড এখন লেভানদভস্কির দখলে। মাত্র চার মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আরেকটি কীর্তিও গড়েছেন। বুন্ডেসলিগায় এটাই দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। বদলি হিসেবে নেমে সবচেয়ে বেশি (পাঁচটি) গোল করার রেকর্ডও গড়েছেন এই পোলিশ স্ট্রাইকার। ১২ গোল নিয়ে তিনিই এখন জার্মানিতে সর্বোচ্চ গোলদাতা।
লেভানদভস্কির নৈপুণ্যে আলোড়িত হচ্ছে চ্যাম্পিয়নস লিগও। ৩০ সেপ্টেম্বর হ্যাটট্রিক করেছিলেন ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবের বিপক্ষে। তাই সর্বশেষ চার ম্যাচে তাঁর গোল-সংখ্যা ১২টি।
সত্যিই অবিশ্বাস্য!