বিপিএলে দ্বিতীয় হ্যাটট্রিক পাকিস্তানি পেসারের
বিপিএলে খুলনা টাইটানসকে বড় ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই ম্যাচে তামিম ইকবালের দল জিতেছে ৮০ রানে। এই জয়ের বাইরেও আলোচিত বিষয় হলো, চলমান আসরে দ্বিতীয় হ্যাটট্রিক হয়েছে। আর এই হ্যাটট্রিক করেন কুমিল্লার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।
আজ সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৬ থেকে ১৯ ওভারে খুলনা হারিয়েছে ছয় উইকেট। ফিরে যান কার্লোস ব্রাফেট (২২), নাজমুল হোসেন (১৪), আরিফুল হক (২), ডেভিড ভিসে (৮), তাইজুল ইসলাম (১) ও সাদ্দাম হোসেন। এর মধ্যে ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন কুমিল্লার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ভিসে, তাইজুল ও সাদ্দামকে ফেরান তিনি। এবারের বিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের দেশি স্পিনার আলিস ইসলাম।
এই ম্যাচে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ২৩৭ রান করে। জবাবে খুলনার ইনিংস থেমে যায় ১৫৭ রানে। ম্যাচে কুমিল্লার এই সংগ্রহ বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই কদিন আগে সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। তারা করেছিল ২৩৯ রান। অল্পের জন্য তাদের রেকর্ড ভাঙতে পারেনি কুমিল্লা।
এভিন লুইসের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে কুমিল্লা এই বিশাল সংগ্রহ গড়ে। ৪৯ বলে ১০৯ রান করেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তাঁর ইনিংটিতে চার-ছক্কার ফুলঝুরিতে ভরপুর, পাঁচটি চার ও ১০টি ছক্কা হাকান তিনি।
এবারের বিপিএলে এটি তাঁর সর্বোচ্চ সংগ্রহ। আর বিপিএলের চতুর্থ শতক। এর আগে প্রথম সেঞ্চুরি করেছি রাজশাহী কিংসের ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স। এরপর রংপুরের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো দ্বিতীয় ও তৃতীয় সেঞ্চুরি হাঁকান।