গুরুত্বপূর্ণ ম্যাচে ছোট সংগ্রহ মিরাজের রাজশাহীর

প্লে অফ পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ রাজশাহী কিংসের জন্য। কিন্তু প্রতিপক্ষ যখন রংপুর রাইডার্স, তখন কাজটা কঠিনই। এমন ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। নির্ধারিত ২০ ওভারে তারা করে ১৪১ রান।
আজ মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে রজশাহীর হয়ে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি কেউই। তাই দলের ইনিংসও বড় হয়নি। দলটির পক্ষে সর্বোচ্চ সংগ্রহ, আসরের প্রথম সেঞ্চুরিয়ান লরি ইভান্সের। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তিনি ৩১ বলে ৩৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ কায়েস আহমেদের, তিনি করেন ২২ রান। বাকিরা একরকম ব্যর্থই হয়েছেন।
একই মাঠে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস জিতেছে সাত উইকেটের বড় ব্যবধানে। চিটাগংয়ের করা ১১৬ রানের জবাবে তারা তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
তামিম ইকবাল ও শামসুর রহমান শুভ দুটি দারুণ ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। বিশেষ করে তামিম শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫১ বলে ৫৪ রান করেন। আর শুভ করেন ৩৬ রান।
বৃষ্টির কারণে এই ম্যাচটি এক ওভার কমে ১৯ ওভারে খেলা হয়। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ছোট লক্ষ্য গড়ে মুশফিকুর রহিমের দল। তাই জেতাও সম্ভব হয়নি।