শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে পাকিস্তান। গতকাল বুধবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের ২৭ রানে হারিয়েছে সফরকারীরা। তবে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান।
সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের টপঅর্ডারের ব্যাটসম্যানরা বড় খুব বড় সংগ্রহ গড়তে পারেননি। ছোট ছোট কিছু ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ওভারে ১৬৮ রান করে পাকিস্তান। বাবর আজম ২৩, ফখর জামান ১৭, মোহাম্মদ রিজওয়ান ২৬, অধিনায়ক শোয়েব মালিক ১৮ ও হুসেন তালাত ৩ রান করে ফেরেন।
শেষের দিকে আসিফ আলির ২০ বলে ২৫, ইমাদ ওয়াসিমের ১৩ বলে ১৯ ও শাদাব খানের মাত্র ৮ বলে অপরাজিত ২২ রানের টর্নেডো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। নয় নম্বরে নামা শাদাবের ছোট ইনিংসে তিনটি ছক্কা ছিল। দক্ষিণ আফ্রিকার ব্রুইন হেনড্রিকস ১৪ রানে ৪ উইকেট নেন।
১৬৯ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। মিডলঅর্ডারও ব্যর্থ হলে ৮০ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। ভ্যান ডান ডুসেনের ৩৫ বলে ৪১ রান ছিল টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্প রানে ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে সাত নম্বরে ব্যাট হাতে নেমে দুর্দান্ত একটি ইনিংস খেলেন ক্রিস মরিস। পাঁচটি চার ও তিনটি ছক্কায় মাত্র ২৯ বলে ৫৫ রান করেন তিনি। তাই হারের ব্যবধান কমেছে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রোটিয়ারা। পাকিস্তানের মোহাম্মদ আমির শিকার করেন তিন উইকেট । ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের শাদাব খান, সিরিজসেরা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।